পীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পীরগঞ্জ পৌরসভা বালক দল ও সৈয়দপুর ইউনিয়ন বালক দল নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা করে। পরে টাইব্রেকারে পৌরসভা দল ৩-০ গোলে সৈয়দপুর ইউনিয়ন দলকে পরাজিত করে।
এদিকে জনগাঁও মহিলা ফুটবল একাডেমি দল ৪-০ গোলে রামদেবপুর মহিলা ফুটবল একাডেমি দলকে হারায়। খেলা শেষে পুরস্কার বিতরনী সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ উদ্দীন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মোল্লা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির রহমান মিঠু প্রমূখ। পরে চাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় বীরমুক্তিযোদ্ধা খয়রাত আলী, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম, জেলা পরিষদ সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, খেলোয়াড়, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিলেন ছিলেন। পুরস্কার বিতরণী সভা পরিচালনা করেন পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নূর নবী চঞ্চল।