বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি খেলা-ধুলার মাধ্যমে বাংলাদেশকে চিনবে গোটা বিশ্ব। এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। বুধবার দুপুরে ঠাকুরগাঁও পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এই মন্তব্য করেন।
তিনি আরো বলেন, যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই প্রধান মন্ত্রীর পরিকল্পনা, জেলা, উপজেলা সহ ইউনিয়ন পর্যায়েও তৈরি করা হবে মিনি স্টেডিয়াম। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেসবাহ উদ্দীন, ঠাকুরগাঁও জেলা জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ স্থানীয় আওয়ামীলীগের নেতারা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নুর নবী চঞ্চল।
পরে জেলার হরিপুর উপজেলায় অনুরুপ একটি মিনি স্টেডিয়ামের ভিত্তি বসান প্রতিমন্ত্রী।