সাফজয়ী নারী ফুটবলার ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার স্বপ্না রানী রায় ও সোহাগী কিসকুকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে। রবিবার ২ অক্টোবর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে তাদের এ গন সংবর্ধনা দেওয়া হয়। এ সময় স্বপ্না ও সোহাগীকে সংবর্ধনার পাশাপাশি আর্থিক পুরস্কারও দেওয়া হয়। তাদের দুজনকে উপজেলা প্রশাসন প্রত্যেকে ৫০ হাজার করে টাকা ও স্থানীয় সাংসদ জাহিদুর ব্যাক্তিগত ভাবে আর্থিক পুরস্কার প্রদান করেন।
রানীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে ও প্রভাষক প্রশান্ত বসাকের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না,আ’লীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সোহেল রানা, অধ্যক্ষ জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল,
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, ক্রীড়া সংস্থার জাহাঙ্গীর আলম সরকার, প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, মোবারক আলী, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রধান শিক্ষক ফেরদৌশ আলম মানিক, স্বপ্না ও তার বাবা নিরেন চন্দ্র, সোহাগীর কিসকু ও তার বাবা গুলজার কিসকু, রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমির কোচ গোপাল মুরমু সুর্গা প্রমূখ। এর আগে শনিবার জেলা প্রশাসনের আয়োজনে এ দুই নারী ফুটবলারকে গন সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।