ব্লাক রাইস ধান খেত দেখতে মানুষের ভীড়

প্রকাশিত: অক্টোবর ২, ২০২২

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এ বছর প্রথম ইন্দোনেশিয়ার ব্লাক রাইস ধান চাষ করা হয়েছে। ঐ উপজেলার বনগাও গ্রামের সাবেক মেম্বার মোস্তাক আলী সিদ্দিকি তার ২৫ শতক জমিতে এ ধান চাষ করেছেন। লালচে কালো রঙের লম্বা লম্বা ধান শীষ এখন বাতাসে দোল খাচ্ছে তার ধান খেতে। ধান খেত দেখার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ মাঠে ভীড় করছেন।

কৃষক মোস্তাক আলী জানান, ফরিদপুর থেকে তার এক বন্ধুর মাধ্যমে ৬’শ টাকায় ২ কেজি ব্লাক রাইস ধান বীজ সংগ্রহ করেন তিনি। জুন মাসে বীজ বোপন করেন। গত ১২ জুলাই ২৫ দিন বয়সী ঐ ধানের চারা জমিতে রোপন করেন। এ ধান চারা রোপনের ৯০ দিনের মধ্যে কাটা যায়। এখন তার খেতে ধানে পাক ধরেছে। আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে ধান কাটবেন তিনি। আশা করছেন ২৫ শতক জমিতে ১৫ থেকে ১৬ মন ধান পাবেন। এ ধানের প্রতি কেজি চালের দাম সাড়ে ৪’শ থেকে ৫’শ টাকা। সে অনুযায়ী বেশ ভাল দাম পাবেন বলে আশা তার। তিনি আরো জানান, এ ধানে সার ও বিষ ব্যাবহার না করলেও চলে। পোকা মাকরের কোন বালাই নেই। ২৫ শতক জমিতে ধান আবাদ করতে তার খরচ হয়েছে মাত্র ৫ হাজার টাকার মত। শখের বসেই এ ধান চাষ করে সফল হয়েছেন। এখন অনেকেই তার কাছে এ ধানের বীজ সংগ্রহ করতে আসছেন।

উপজেলার আমগাঁও গ্রামের নজরুল ইসলাম নামে এক কৃষক জানান, মোস্তাকের ধান খেত দেখতে গিয়েছিলেন তিনি। দেখে তার খুব ভাল লেগেছে। বীজ সংগ্রহ করে আগামী বছর তিনিও এ ধান আবাদ করবেন। পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের দুলাল সরকার বলেন, হরিপুরে ব্লাক রাইস জাতের ধান চাষ করা হয়েছে। জমিতে ধান খেত দেখে মনটা ভরে গেছে তার। আগামীতে তিনি এ ধান আবাদ করবেন।
হরিপুর উপজেলা কৃষি অফিসার রুবেল হুসেন বলেন, ব্লাক রাইস বিদেশী জাতের ধান। এ ধানের গাছ ও পাতা দেখতে সস্বাবিক ধান গাছের মত। তবে ধানের শিষ এবং ধান দেখতে লালচে কালো। চালও লালচে কালো এবং চিকন। এ চালের পুস্টিগুন অনেক বেশিী। বাজারে এ চালের দামও বেশি। তার উপজেলা এই প্রথম মোস্তাক নামে এক কৃষক এ ধান চাষ করেছেন এবং সফলও হয়েছেন। এ ধান চাষে মানুষের আগ্রহ বাড়ছে। বীজ নেওয়ার জন্য মানুষ মোস্তাকের বাড়িতে ভীড় করছেন।
সবার সংবাদ ২৪ ডট কম