ঠাকুরগাঁওয়ে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২
ঠাকুরগাঁওয়ে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

ঠাকুরগাও সদর উপজেলার বালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধন করা হয়। সোমবার বিকেলে বালিয়া ইউনিয়নের সোনাপাতিলা করিমা চৌধুরী হাফেজিয়া মাদ্রাসা মাঠে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী।
ছোট বালিয়া করিমা ফাউন্ডেশনের আয়োজনে ও ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা (ডায়াবেটিক) হাসপাতালের সহযোগিতায় চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্কব করেন করিমা ফাউন্ডেশনের সভাপতি মো: কাদেরুল হক চৌধুরী। বক্তব্য দেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউ রাজি স্বপন চৌধুরী, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, সদস্য রাজিউর রেজা খোকন চৌধুরী, সামিনুর রহমান জয় চৌধুরী, করিমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ি রাজিউল ফারুক রুমেল চৌধুরী, ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা ডায়াবেটিক হাসপাতালের চক্ষু বিভাগের মেডিকেল অফিসার ডা: মো: রাফিবুল ইসলাম, চক্ষু বিভাগের মো: আজাদ আলী, করিমা ফাউন্ডেশনের সহ সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ ফেরদৌস রেজা রতন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান রেজা রিপন চৌধুরী প্রমুখ।
দিনব্যাপী চক্ষু ক্যাম্পে ইউনিয়ন ও আশপাশের এলাকার প্রায় ৩ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করেন। চক্ষু ক্যাম্পে ডাচ বাংলা ব্যাকের সহযোগিতায় ও ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালের ব্যবস্থাপনায় রোগীদের বিনামূল্যে প্রয়োনজীয় ঔষুধপত্র ও চশমা প্রদান করা হয়। এছাড়াও চোখে ছানি পড়া রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স স্থাপনের জন্য বাছাই করা হয়। এর আগে সোনাপাতিলা জামে মসজিদের মিনারের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন প্রধান অতিথি।