রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার বিকেলে রংপুর রেঞ্জের ২০২২ সালের সেপ্টেম্বর মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা’য় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা ক্রেষ্ট ও পুরস্কার তুলে দেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম।
সভায় অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) এ এফ এম আনজুমান কালাম বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজম্যান্ট) মোঃ মিজানৃুর রহমান পিপিএম (বার), আরআরএফ, রংপুরের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) এস.এম. আশরাফুজ্জামান, রংপুর জেলার পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম, লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম, গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম সহ রংপুর রেঞ্জ অফিসের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সবার সংবাদ ২৪ ডট কম