ঠাকুরগাঁওয়ের বিদ্যুতের তারে জড়ি[য়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টা দিকে জেলার রাণীশংকৈল উপজেলার পদমপুর উমরাডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পদমপুর গ্রামের জনৈক মোকতার হোসেনের বৈদ্যুতিক মিটার আম গাছের সাথে বাঁধা ছিল। একই এলাকার আলম নামে এক যুবক গাছের কাছে যাওয়া মাত্রই বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সবার সংবাদ ২৪ ডট কম