ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ‘আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের আয়োজনে রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা মরহুম আলী আকবর এমপি’র ২৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর (মঙ্গলবার) সকাল সাড়ে এগারো টায় মরহুম আলী আকবর এমপি’র ঘনিষ্ঠ সহচর বশির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, মরহুম আলী আকবর এমপি’র দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী সাবেক ছাত্রলীগ সভাপতি ও আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান বাকি, মরহুম এমপি’র পুত্র মোন্নাফ হোসেন বাবু প্রমূখ। উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য তাজুল ইসলাম হাবলু, প্রভাষক সফিকুল ইসলাম শিল্পী, সহকারি শিক্ষক জিয়াউর রহমান, আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-কর্মচারী ও সাংবাদিকরা। শেষে মিলাদ ও দোয়া পাঠ করেন মৌলানা রুহুল আমিন।
সবার সংবাদ ২৪ ডট কম