ঠাকুরগাওয়ের পীরগঞ্জে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। সম্প্রতি পৌর শহরের পীরগঞ্জ-বীরগঞ্জ পাকা সড়কে গুয়াগাও বাসস্ট্যান্ড এলাকার ব্রীজ সংলগ্ন একটি বকুল গাছের নিচ থেকে ঐ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক বাবুল হোসেন জানান, গত ৩০ আগষ্ট বিকালে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন জানায়, মধ্য বয়সী ঐ ব্যক্তি মানষিক ভারসাম্যহীন অবস্থায় বেশ কিছুদিন ধরে এলাকায় ঘুরাফিরা করছিল। ঐ ব্যক্তি রাতে বকুল গাছের নীচেই ঘুমাতো। ঘটনার দিন দুপুর পর্যন্ত ঘুম থেকে না জাগায় এলাকার লোকজন তাকে ডাকাডাকি করেন। সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃত অবস্থায় ঐ ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাও মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মরদেহ অনজুমান মফিদুলে হস্তান্তর করা হয়। ১৭ সেপোটম্বর শনিবার পর্যন্ত ঐ ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি বলে জানান ঐ পুলিশ কর্মকর্তা।