ঠাকুরগাঁওয়ে পাওনা টাকার দাবিতে চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিক্ষোভ
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির পাওনা টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঠাকুরগাঁও চিনি কলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে তারা সুগার মিল এলাকায় এ কর্মসূচি পালন করেন।
সমাবেশে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সুগার মিলস্ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ইব্রাহিম, রুস্তম আলী প্রমূখ।
উল্লেখ্য ২০১৪ জুন হতে ২০২২ সাল পর্যন্ত অবসর গ্রহণকারী কর্মচারীদের পাওনাদীর টাকা এখন পর্যন্ত পরিশোধ করা হচ্ছে না। ঠাকুরগাঁও চিনিকলে ১৭৪ জন অবসরপ্রাপ্তের পাওনা টাকা প্রদান না করায় তারা বর্তমান মানবেতর জীবন যাপন করছেন।
সমাবেশ শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান কবির ও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।