পীরগঞ্জে করোনা প্রতিরোধে আবারো মাঠে নেমেছে আওয়ামীলীগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দিন দিন বেড়েই চলছে করোনা ভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা। করোনার সংক্রমন ঠেকাতে এরই মধ্যে পীরগঞ্জ সহ জেলায় ৭ দিনের কঠোর বিধি নিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। কোভিড-১৯ মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি মাঠে নেমেছেন উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীরা। শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের পশ্চিম চৌরাস্তা (বটতলা) এলাকায় জন সাধারণের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি আফতাব উদ্দীন, শাহাজাহান আলী, শামীমুজ্জামান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক কবিরুজ্জামান রিচার্ড, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান জেম, খোরশেদ আলম মোল্লা, দপ্তর সম্পাদক তৌফিক আজাদ বাদল, সহ দপ্তর সম্পাদক আসফাউদ্দৌলা রুমেল, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সবুর আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরশাদ হোসেন বাবু, উপজেলা যুবলীগে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাবলু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহসভাপতি তানভির রহমান মিঠু, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ লিয়ন সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব জানান, উপজেলা আওয়ামীলীগ শুরু থেকেই করোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ মানুষের সাথে আছে। এ অঞ্চলে প্রথম অবস্থায় করোনার প্রকোপ না থাকলেও কয়েকদিন ধরে সংক্রমন বাড়ছে। তাই কোভিড-১৯ প্রতিরোধে সাবান দিয়ে বার বার হাত ধোঁয়া, সামজিক দূরত্ব মেনে চলা, বাড়ির বাইরে গেলে মাস্ক পরিধান করার বিষয়ে জনসাধাণের মাঝে সচেতনতা সৃষ্টি করছেন তারা। এছাড়াও করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করছেন তারা। উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।