ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ সহ বিভিন্ন বিষয়ে জিআরপি পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দিনাজপুর রেলওয়ে থানার উদ্যোগে পীরগঞ্জ রেল স্টেশনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর জিআরপি পুলিশের ওসি এরশাদুল হক ভূঁইয়া, এসআই আব্দুস সাত্তার, জাহিদুল ইসলাম, সহকারি রেল স্টেশন মাস্টার সোহরাব হোসেন সুজন সহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় সম্প্রতি কালে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, স্টেশনে বসে মাদক সেবন, রেল লাইনে হাঁটা চলার সময় সর্তকা থাকা, বাল্যবিবাহ রোধ সহ বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করা হয়। পরে বর্তমান বিশ্বমহামারী করোনা ভাইরাস প্রতিরোধে স্টেশন এলাকায় সাধারণ যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন জিআরপি পুলিশের সদস্যরা।