দলের সাথে যোগ দিচ্ছেন ডে ব্রুইনে

চোটের কারণে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলা নিয়ে সংশয় ছিল কেভিন ডে ব্রুইনের। তবে শুরু থেকেই তাকে দলের সাথে পাচ্ছে বেলজিয়াম, নিশ্চিত করেছে বেলজিয়ামের কোচ রবের্তো মার্তিনেস। অস্ত্রোপাচার সফল হওয়ায় মাঠে ফিরতে তাই বেশি সময় অপেক্ষা করতে হবে না তাকে।

২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পাওয়া চোট নিয়েই মূলত সংশয় জেগেছিল। চেলসির ডিফেন্ডার আন্টোনিও রুডিগারের সঙ্গে সংঘর্ষে নাক ফেটে যায় ডে ব্রুইনের। পরদিন ডে ব্রুইনে নিজেই জানান, বাঁ অক্ষিকোটরের হাড়ে তার চিড় ধরা পড়েছে।

কয়েকদিন আগেও মার্তিনেস জানিয়েছিলেন, ডে ব্রুইনে কখন দলের সাথে যোগ দিতে পারবে তা নিশ্চিত নয়। তবে, অস্ত্রোপাচার দ্রুত শেষ হওয়ায় এবং সফল হওয়ায় খুশি তিনি। মার্তিনেস বলেন, ‘মাত্র ২০ মিনিট সময় লেগেছে অস্ত্রোপাচারের জন্য। সফলভাবেই এটি সম্পন্ন হয়েছে, চিকিৎসকরাও খুশি।’

আগামী ১২ জুন সেন্ট পিটারবুর্গে রাশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের ইউরোয় পথচলা শুরু করবে বেলজিয়াম। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে গ্রিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি।