বাংলাদেশ সফরে আসার আগেই কেন্দ্রীয় চুক্তি নিয়ে ঝামেলায় ছিল শ্রীলঙ্কার ক্রিকেটাররা। তারপরও বাংলাদেশ সফরে এসেছিল তারা। দেশে ফিরে এবার তারা সাফ জানিয়ে দিল প্রস্তাবিত শর্ত মেনে চুক্তিতে স্বাক্ষর করবেন না তারা। কেন্দ্রীয় চুক্তিকে নিয়ে চলমান এই ঘটনায় অনিশ্চিয়তায় পড়ে গেলেন তাদের ইংল্যান্ড সফরও।
শ্রীলঙ্কারত ৩৮ ক্রিকেটার এক যৌথ বিবৃতি প্রকাশ করেন। যেখানে তারা উল্লেখ করেন বোর্ডের দেয়া শর্তাদি মেনে কেন্দ্রীয় চুক্তিতে নাম লেখানো সম্ভব নয়। বুধবার (৯ জুন) ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য দেশ ছাড়ার কথা শ্রীলঙ্কা ক্রিকেট দলের। তার আগে এমন অবস্থায় বিপাকে পড়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও।
গত অক্টোবর থেকেই অস্থায়ী চুক্তিতে খেলছিল ক্রিকেটাররা। এবার বোর্ড নতুন করে চুক্তি করতে চাইলেও সেখানে স্বচ্ছতা নেই দাবি ক্রিকেটারদের।
মূলত নতুন চুক্তিতে খেলোয়াড়দের পারফরম্যান্স, ফিটনেস ও ইনজুরি ইস্যু মাথায় রেখে রেটিং সিস্টেম চালু করেছে লঙ্কান বোর্ড। পাশাপাশি প্রায় সব খেলোয়াড়েরই পারিশ্রমিক কমিয়ে আনা হয়েছে। এই রেটিং সিস্টেম করার পথে সেখানে স্বচ্ছতা রাখা হয়নি জানিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেছেন শীর্ষ ৩৮ ক্রিকেটার।
এই চুক্তিতে স্বাক্ষর না করলেও দেশপ্রেমের টানে তারা দেশের হয়ে খেলতে রাজি, জানিয়েছেন ক্রিকেটারদের আইনজীবি নিশান প্রেমাথিরাত্নে। কিন্তু চুক্তিবিহীন ক্রিকেট খেললে সেটারও আইনি ভিত্তি থাকবে না । ফলে, সবদিক মিলিয়ে ইংল্যান্ড সিরিজকে ঘিরে এক প্রকার অনিশ্চয়তাই রয়ে গেলো।