ভাইয়ের স্মরণে ম্যাচ খেলতে নেমে প্রাণ হারালেন আরেক ভাই

তিন বছর আগে পৃথিবী ছেড়ে যাওয়া ভাইয়ের স্মরণে ফুটবল ম্যাচ খেলতে নেমেছিলেন জিউসেপ্পে পেরিনো। ভাইয়ের স্মরণে ম্যাচ খেলতে নেমে তিনিও পাড়ি জমালেন ওপারে। এ ঘটনা ঘটেছে ইতালির নেপলসে।

বুধবার (২ জুন) এ ঘটনা ঘটে ইতালির নেপলসে। ২৯ বছর বয়সী জিউসেপ্পে পেরিনো খেলতেন ক্লাব পর্যায়ে ইতালিতে খেলতেন। ফুটবল ক্যারিয়ারে কখনও বড় কোনো দলে খেলেননি। ২০১২ সালে পার্মায় যোগ দিয়েছিলেন, তবে সেখানে খেলা হয়নি। সেখান থেকে ধারে বেল্লারিয়া মারিনা এবং ভিগর লামেজিয়া ক্লাবে খেলেন।

জিউসেপ্পে পেরিনোর ভাই রোক্কো ২০১৮ সালে সাইক্লিংয়ে করার সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে ওপারে পাড়ি জমান। তার স্মরণেই ফুটবল ম্যাচ আয়োজন করেছিলেন পেরিনো। তবে সে ম্যাচ খেলতে নেমেই পেরিনোর হৃদক্রিয়া বন্ধ হয়। মাঠ চিকিৎসক দল থাকলেও তাকে বাচানো সম্ভব হয়নি।

তার মৃত্যুর রহস্য খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় কতৃপক্ষ। এছাড়াও পেরিনোর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্লাব পার্মা।