মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তা নিয়ে কম জলঘোলা হয় নাই। অনেক সমালোচনার শিকার হয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে। শেষ পর্যন্ত সব অভিমান দূরে সরিয়ে রেখে পাকিস্তানের হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ আমির।
পূর্বের সব খারাপ অভিজ্ঞতাকে পিছনে ফেলে পাকিস্তান দলে ফিরবেন মোহাম্মদ আমির। এ রকমই ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান। যুক্তরাজ্যে এ বিষয়ে আমিরের সাথে কথা হয়েছে বলে জানান তিনি।
যদিও ওয়াসিম খান সঠিকভাবে জানাননি আমির ঠিক কবে ফিরছেন। তবে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমির এখনও পাকিস্তান দলের জন্য গুরুত্বপূর্ণ। আমরা কোচদের সাথে ওর সমস্যা সমাধানে কাজ করতেছি। আমি ওকে জানিয়েছি সিনিয়র ক্রিকেটার হিসেবে এটা করা ওর উচিত হয় নাই।’
পাকিস্তান দলের হেড কোচ মিসবাহ উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিসের সাথে খারাপ সম্পর্কের জেরে হটাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ১৪৭ ম্যাচে ২৫৯ উইকেট শিকার করেছেন তিনি।