বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নিজেদের পরবর্তী ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ ভারত। র্যাংকিং ব্যবধানে দুই দলের পার্থক্য অনেক থাকলেও মানসিকভাবে বেশ শক্তিশালী বাংলাদেশের ফুটবলাররা। বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার রহমত মিয়া মনে করেন, ভালো খেলে ভারতের বিপক্ষে পয়েন্ট আনা সম্ভব। তবে এর জন্য খেলোয়াড়দের নিজেদের সেরাটা দিতে হবে।
এদিকে, ভারতের আই লিগে কোচিং করানোর অভিজ্ঞতা থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস মনে করেন, ভারতীয় ফরোয়ার্ডরা বেশ গতিশীল। আর তাই ডিফেন্ডারদের বেশ কঠিন পরীক্ষা মুখোমুখি হতে হবে। বড় প্রতিপক্ষের বিরুদ্ধে কোন ভুল করার সুযোগও থাকে না বলে অভিমত তার।
তিনি বলেন, ‘ভারতের আই লিগে আমি এক বছরের মতো কাজ করেছি। ওদের খেলোয়াড় সম্পর্কে আমার ভালো ধারণা আছে। ওদের আক্রমণের খেলোয়াড়রা খুব গতিশীল। ওদেরকে নিয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। নিজেদের পরিকল্পনায় অটুট থাকতে হবে। ক্যাম্পে সবাই খুশি, সবাই আশাবাদী, সবাই ম্যাচের দিকে তাকিয়ে আছে।’
আফগানিস্তানের চেয়েও এই ম্যাচ বেশী কঠিন হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সামনে আফগানিস্তানের চেয়েও বড় পরীক্ষা অপেক্ষা করছে। ভারতের বিপক্ষে খেলা, যারা আমাদের চেয়ে ৮০-৮৫ ধাপ এগিয়ে আছে।’
স্বাভাবিক হিসেবে ম্যাচটি ঢাকার মাঠে হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে সেটি হচ্ছে কাতারে। ঘরের দর্শকদের সুবিধা থেকে বঞ্চিত বাংলাদেশ। তবে কোচ মনে করেন কলকাতায় যেহেতু বাংলাদেশের খেলোয়াড়েরা এত দর্শকের সামনে তাদের মাটিতে ভালো খেলতে পেরেছে তাই কাতারের ভেন্যু নিরপেক্ষ হলেও খুব বেশি সমস্যা হবে না খেলোয়াড়দের।
এদিকে, কোচের সাথে সুর মিলিয়ে দলের ডিফেন্ডার রহমত মিয়া জানালেন, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভারতের বিপক্ষেও পয়েন্ট আনা সম্ভব। তিনি বলেন, ‘ভারতের আক্রমণভাগ, ওদের শক্তি-দুর্বলতা সম্পর্কে আমাদের বেশ ধারণা আছে। ভারতের বিপক্ষে আমরা কীভাবে ভালো করতে পারি, সেটা কোচরা আমাদের দেখাচ্ছেন। আশা করি, আমরা ভালো খেলে পয়েন্ট নিয়ে আসব।’