কঙ্গোতে সন্ত্রাসী হামলায় ইতালির রাষ্ট্রদূত নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) জাতিসংঘের প্রতিনিধিদের একটি গাড়িবহরে হামলায় দেশটিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। মধ্য আফ্রিকার এই দেশটির পূর্বাঞ্চলে সোমবার জাতিসংঘের প্রতিনিধিদের গাড়িবহর আক্রান্ত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে বলে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, স্থানীয় সময় সোমবার সকাল সোয়া ১০টার দিকে দেশটির আঞ্চলিক রাজধানী গোমা থেকে কয়েক মাইল দূরের কানায়ামাহুরু শহরের কাছে জাতিসংঘের প্রতিনিধিদের অপহরণের চেষ্টা করেন অজ্ঞাত দুর্বৃত্তরা।

এর আগে, কঙ্গো কর্তৃপক্ষ কানায়ামাহুরুতে হামলায় জাতিসংঘের প্রতিনিধি দলের দু’জন নিহত এবং ইতালির রাষ্ট্রদূত আহত হয়েছিলেন বলে জানায়। তবে এই হামলার পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া এই হামলার দায়ও এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।মন্ত্রণালয় বলছে, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে নিযুক্ত রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও ও কারাবিনিয়ারির এক পুলিশ সদস্যের মৃত্যুর তথ্য আজ পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত দুঃখের সঙ্গে নিশ্চিত করছে।

এতে বলা হয়েছে, রাষ্ট্রদূত এবং পুলিশের ওই সদস্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘের স্থায়ী মিশন মনুসকোর প্রতিনিধি দলের বহরের একটি গাড়িতে ছিলেন। গোমার মনুসকো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও মারা গেছেন।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন লুকা। পরে ২০১৯ সালে তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।