কারাবাসের মেয়াদ শেষ হওয়ায় কুড়িগ্রাম জেলা কারাগার থেকে পাঁচজন ভারতীয় নাগরিককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে লালমনিরহাটের বুড়িমারী চেকপোস্ট দিয়ে ভারতে পাঠানোর জন্য নিয়ে যাওয়া হয়। তবে অনুমতিপত্র না থাকায় তাদের গ্রহণ করেনি ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।
কুড়িগ্রাম কারাগারের জেলার ইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৩১ মে) সকালে মুক্তিপ্রাপ্ত ওই ভারতীয় নাগরিকদের বুড়িমারী চেকপোস্টে নিয়ে যাওয়া হয় বলে তিনি জানান।
মুক্তিপ্রাপ্তরা হলেন- ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার সিংগীমারী থানার সেলিম মিয়া, আখের জামান, শাহ আলম ও নূরুজ্জামান। এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার দিনহাটা থানার আলম মিয়া।
এ বিষয়ে কুড়িগ্রাম কারাগারের জেলার ইসমাঈল হোসেন বলেন, প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে পাঁচজন ভারতীয় নাগরিককে বুড়িমারী চেকপোস্টে বিএসএফের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু বিএসএফের কাছে অনুমতিপত্র না থাকায় তারা ওই ভারতীয় নাগরিকদের গ্রহণ করেনি। পরে তাদের ফেরত আনা হয়।