দিল্লির তাপমাত্রা ছাড়ালো ৪৯ ডিগ্রি সেলসিয়াস

তীব্র দাবদাহে নাকাল ভারত। দেশটির উত্তরাঞ্চলের অনেক জায়গায় তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। বোরবার রাজধানী দিল্লির মুঙ্গেশপুর স্টেশনে ৪৯ দশমিক ২ ডিগ্রি এবং নাজাফগড়ে ৪৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে ভারতের আবহাওয়া দপ্তর থেকে জারি করা সতর্কতায়, অতি প্রয়োজন ছাড়া মানুষজনকে বাড়ি থেকে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি মানুষকে প্রচুর পরিমাণে পানি পান করারও উপদেশ দেওয়া হয়েছে।

দাবদাহ বাড়তে থাকায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া মরুরাজ্য হিসেবে খ্যাত রাজস্থানের বেশ কিছু জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি হয়েছে। মধ্য প্রদেশে আগামী দুই থেকে তিনদিন দাবদাহ থাকতে পারে বলেও সতর্কতায় জানানো হয়েছে।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্থান টাইমস