ভারতে ৯ জনকে মেরে ফেলা বাঘকে গুলি করে হত্যা

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২

ভারতে একটি বাঘের আক্রমণে ৯ জন প্রাণ হারানোর পর ওই বাঘকে গুলি করে হত্যা করেছে পুলিশ। দেশটির বিহারের ‘চাম্পারানের মানুষখেকো’ ওই বাঘটিকে হত্যা করতে পুলিশসহ ২০০ জেলা কর্মকর্তা অংশ নেন। বেশ কয়েকটি হাতি ব্যবহার করে বাঘটিকে খুঁজে বের করা হয়। খবর বিবিসির।

বিহারের চাম্পারন জেলার বাল্মীকি ব্যাঘ্র অভয়ারণ্যের পার্শ্ববর্তী অঞ্চলে কয়েক দিন ধরে সাড়ে তিন বছর বয়সী ওই বাঘটির উপদ্রব দেখা যায়। গত তিনদিনে ৯ জনের প্রাণ কেড়েছে এটি। এদের মধ্যে এক শিশুও রয়েছে।

বাঘের আতঙ্কে ভুগতে থাকা স্থানীয় বাসিন্দারা দল বেঁধে গ্রামের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছিলেন। বেশ কিছু সরকারি ও বেসরকারি গাড়ি ভাঙচুরের ঘটনাও সামনে আসে। কেন বাঘটিকে ধরা বা মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে না সেই দাবি তোলা হয়। এরপর উপায়ান্তর না দেখে নরখাদক ওই বাঘটিকে দেখামাত্র গুলির নির্দেশ দেয় বনবিভাগ।

অবশেষে শনিবার বিকেলের দিকে ডোরাকাটা ওই বাঘকে ঘায়েল করতে সক্ষম হলেন বনকর্মীরা। গ্রামবাসীরা আখের খেতে বাঘের উপস্থিতি টের পেয়ে বনবিভাগে খবর পাঠায়।

বাঘের আতঙ্কে থাকা গ্রামবাসীদের ভরসা দিতে গ্রাম ও জঙ্গলের আশেপাশে পুলিশ ও বনকর্মীরা ঘাঁটি গাড়েন। বাঘের উপস্থিতি টের পেয়েই গুলি চালানো হয়। ওই বাঘটিকে হত্যার অভিযানের নেতৃত্ব দিয়েছে বিহার পুলিশ।