
করোনা ভাইরাসের সংক্রমণ ‘ঝুঁকিতে থাকা’ নাগরিকদের ভারত থেকে দেশে ফিরিয়ে নিতে ‘বিতর্কিত’ নিষেধাজ্ঞা তুলে নিবে অস্ট্রেলিয়া। শুক্রবার (৭ মে) অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী স্কট মরিসন এক সপ্তাহ পর ভারত থেকে ফ্লাইটের অনুমোদন দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।
রয়টার্সের বরাতে জানা যায়, ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় গত ২৭ এপ্রিল সেই দেশ থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। বলা হয়, ভারত থেকে কেউ যদি তৃতীয় কোনো দেশ হয়ে অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করেন, তাকে জেল-জরিমানার মুখোমুখি হতে হবে। ১৫ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত হয়। প্রবাসী, আইনজীবী এবং ভারতে থাকা অস্ট্রেলীয় নাগরিকরা ওই নিষেধাজ্ঞার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। ‘ঝুঁকিতে থাকা’ নাগরিকদের নিজের দেশে ফেরায় নিষেধাজ্ঞাকে ‘বর্ণবাদী আচরণ’ ও ‘মানবাধিকারের লঙ্ঘন’ হিসেবে তারা বর্ণনা করেন।