
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস প্রতিরোধে জরুরি ব্যবহারের জন্য মডার্নার টিকার অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) এটির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। এটি করোনার দ্বিতীয় টিকা হিসেবে অনুমোদন পেলো। এর আগে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমতি পায়।
এক বিবৃতিতে এফডিএ কমিশনার স্টেফেন এম হান জানান, বৈশ্বিক মহামারি মোকাবিলায় এফডিএ আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এখন কোভিড-১৯ প্রতিরোধে দুইটি টিকা পাওয়া যাবে। এর ফলে যুক্তরাষ্ট্রে দৈনিক যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে তা মোকাবিলা করা সম্ভব হবে।
জানা গেছে, মডার্না প্রায় ৫.৯ মিলিয়ন ডোজ টিকা প্রস্তুত রেখেছে। চলতি সপ্তাহেই তা বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের হেল্থ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি অ্যালেক্স আজার বলেন, ‘মডার্নার এই টিকার অনুমোদন মানে আমরা মাঠ পর্যায়ে কাজ করা স্বাস্থ্যকর্মী ও আমেরিকানদের টিকা প্রদানের দীর্ঘমেয়াদি সেবা দ্রুত দিতে পারব। পাশাপাশি যত দ্রুত সম্ভব এই মহামারির সমাপ্তি ঘটাতে পারব।’