রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেলেন মো. সাহাবুদ্দিন। পদ্মা সেতু হয়ে সড়কপথে টুঙ্গিপাড়ায় যান তিনি।
বুধবার (২৬ এপ্রিল) এই সফরে যাওয়ার সময় পরিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতুতে নামেন রাষ্ট্রপতি। এ সময় পদ্মা সেতুতে কয়েক মিনিট যাত্রাবিরতি করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলেন।
এ সময় তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা, ছেলে মো. আরশাদ আদনান ও পরিবারের সদস্যরা সফরসঙ্গী ছিলেন।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানিয়েছেন, মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে পদ্মা সেতুতে ওঠেন। এরপর সেখানে পাঁচ মিনিটের বিরতি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলেন।