পীরগঞ্জে অধৃষ্য ক্লাবের ভতুর্কি বাজার উদ্বোধন

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩

রমজান মাস উপলক্ষে গরিব ও মধ্যবিত্ত পরিবারের জন্য ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিত্য পন্যের ভতুর্কি বাজার চালু করেছে অধৃষ্য ক্লাব। শুক্রবার বিকেলে উপজেলার ফুটানি টাউন বাজারে আনুষ্ঠানিক ভাবে এ ভতুর্কি বাজার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, উপজেলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সুকুমার রায়, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, পীরগঞ্জ ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল সহ অধৃষ্য ক্লাবের সভাপতি রাসেল খান, সাধালন সম্পাদক জাকিউর রহমান লিপন ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অধৃষ্য ক্লাবের সভাপতি রাসেল খান জানান, শুক্রবার ও সোবার সহ সপ্তাহে তিন দিন বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত প্রতি কেজি চাল ৪০ টাকা, মসুর ডাল ৮০ টাকা, ছোলা ৭০ টাকা, বোতল জাত ৫০০ মিলি সয়াবিন তেল ৮০ টাকা এবং প্রতি হালি মুরগির ডিম ৪০ টাকা মূল্যে বিক্রি করবেন তারা।