ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি হাফিজ উদ্দীন আহম্মেদকে এবং ইংল্যান্ড প্রবাসীকে সংবর্ধনা দেওয়া হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শুক্রবার সকালে ডায়াবেটিক হাসপাতাল চত্ত্বরে পীরগঞ্জ ডায়াবেটি সমিতি এ সংবর্ধনা দেয়। পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সহসভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার নজির, পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সোবহান, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, ইংল্যান্ড প্রবাসী আলী হাসান ও তার সহধর্মিনি আমিনা হাসান, উপজেলা জাতীয় পার্টির সহ- সভাপতি দবিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম রফিক,জাবরহাট ইউ’পি চেয়ারম্যান জিয়াউল ইসলাম, ডায়াবেটিস সমিতির অর্থ সম্পাদক সোলেমান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নূর নবী চঞ্চল প্রমূখ। শেষে ঠাকুরগাঁও-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ ও ইংল্যান্ড প্রবাসী আলী হাসান ও তার সহধর্মিনি আমিনা হাসান’র হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম।