“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজ সেবায়” এই প্রতিপাদ্যে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহারিয়ার নজিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, উপজেলা সমাজসেবা অফিসার এসএম রফিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল, বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, ইএসডিও’র ইকোনোমিক ডেভেলপমেন্ট অফিসার রওশন জামান চৌধুরী প্রমূখ।