ঠাকুরগাওয়ের পীরগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সাথে নাগরিক সমাজ সংগঠনের নেতৃবৃন্দ এর সাথে উপজেলা সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মানব কল্যান পরিষদের অয়োজনে পীরগঞ্জ প্রেসক্লাব হল রুমে এই সভা হয়।
পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মানব কল্যান পরিষদ এর নির্বাহী পরিচালক রবিউল আজম, পীরগঞ্জ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোস্তাফিজুর রহমান, উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপতি কাজী সোনিয়া, ইউনিয়ন সভাপতি আব্দুল হাকিম প্রধান, মানব কল্যান পরিষদের এ্যাডভোকেসি এন্ড ট্রেনিং অফিসার লিলিমা মন্ডল প্রমুখ।
এসময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সভাপতি কাজী নুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক বিষ্ণুপদ রায়, দেলোয়ার হোসেন দুলাল, সাংবাদিক বাদল হোসেন, ফাইদুল ইসলাম সহ নাগরিক সমাজ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পরিবার পরিকল্পনার সেবা বিষয়ে বিশদ আলোচনা করা হয়।