পীরগঞ্জে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২
পীরগঞ্জে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

“সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপদ্যে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও ৫ জয়ীতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষ এ অনুষ্ঠান হয়। এ সময় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পীরগঞ্জ পৌরসভা মেয়র ইকরামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতের রানী রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার বুলবুল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমূখ। পরে অর্থনীতি সাফল্য, শিক্ষা, চাকরিতে সাফল্য, সফল জননী, সমাজ উন্নয়নে সাফল্য পাওয় উপজেলা ৫ জন নারীকে জয়ীতাদের সম্মাননা স্মারক প্রদান কর হয়।