পীরগঞ্জে মসজিদ থেকে ব্যাটারি চুরি

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২
পীরগঞ্জে মসজিদের ব্যাটারি চুরি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মসজিদ থেকে সোলারের ব্যাটারি চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাত হতে শুক্রবার ভোর রাতের মধ্যে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ঘোড়াধাপ কেন্দ্রীয় জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে এলাকাবাসী।

মসজিদের ইমাম লুৎফর রহমান জানান, শুক্রবার ফজরের নামাজের সময় বিদ্যুৎ না থাকায় সোলার এর বাতির সুইচ অন করার পর আলো না হলে লাইন গুলো চেক করার সময় দেখি সোলারের ব্যাটারি নাই।

মসজিদের সভাপতি আক্তারুল সাংবাদিকদের জানান, এশার নামাজের পর মসজিদ বন্ধ করে সবাই বাড়ি চলে যাই। ফজরের সময় মোয়াজ্জিন ও ঈমান মসজিদের তালা খুলে ভিতরে প্রবেশ করেন কারেন্ট না থাকায় আযান দেওয়ার জন্য মাইক এবং বাতির সুইচ অন করতে গিয়ে দেখতে পান মসজিদের সোলারে ব্যাটারি নাই। প্রতি দিন মতো সেদিনও এশার নামাজের পর মসজিদের দরজায় তালা দিয়ে চাবি বারান্দার একটি পিলারের উপর রাখা হয়। যা অনেকেই জানতেন। চোরেরা ঐ চাবি দিয়ে মসজিদের দরজার তালা খুলে ভিতড়ে প্রবেশ করে সোলারের ব্যাটারি চুরি করে নিয়ে যায় এবং পুনরায় মসজিদের দরজায় তালা দিয়ে চাবি বারান্দার ঐ পিলারের উপরে রেখে যায়। এমন সংবাদে এলাকার মুসল্লিরা হতবাক হয়েছেন।

স্থানীয় মুসল্লিরা জানান ফজরের নামাজ পড়তে এসে জানতে পেরেছি আমাদের মসজিদের সোলারে ব্যাটারি চুরি হয়েছে। চোরদের কাছ থেকে আল্লাহর ঘরও রেহাই পাচ্ছে না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দিক।

স্থানীয় ইউপি সদস্য কেরামত আমীন চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্ভবত বখাটে নেশাগ্রস্তরাই এ ধরণের ঘটনা ঘটিয়েছে।

সবার সংবাদ ২৪ ডট কম