বরাদ্দের জন্য কারো কাছে ধর্না দিতে হবে না -জেলা পরিষদ সদস্য প্রার্থী মিজান

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২
বরাদ্দের জন্য কারো কাছে ধর্না দিতে হবে না

বরাদ্দের জন্য কারো কাছে ধর্না দিতে হবে না[/caption]এলাকার উন্নয়নে সততার সাথে কাজ করতে চান। নির্বাচিত হলে জেলা পরিষদ থেকে এলাকার উন্নয়ন কর্মকান্ডে প্রাপ্ত সকল প্রকার সরকারী বরাদ্দের তালিকা ইউনিয়ন পরিষষ সহ জনস্মুখে তুলে প্রাকাশ্যে তুলে ধরবনে এবং বরাদ্দ পাওয়ার জন্য কারো কাছে ধর্না দিতে হবে না বা কোন খরচ পত্র লাগবে না বলে জানিয়েছেন ঠাকুরগাও জেলা পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ড (পীরগঞ্জ) এর সদস্য প্রার্থী মোঃ মিজানুর রহমান। মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করার জন্যই টিফিন ক্যরিয়ার মার্কা নিয়ে ভোট করছেন। নির্বাচনে ফলাফল কারচুপির আশংকা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া কোন কোন প্রার্থী বলছেন-ভোট ইভিএম এর মাধ্যমে হবে আর আগে ভাগেই তা কন্ট্রাক করা হবে। অনেকে এরই মধ্যে ইভিএম কন্ট্রাক করার জন্য ঢাকা দেন দরবারও শুরু করে দিয়েছেন। যদিও তিনি তা বিশ্বাস করেন না। তিনি স্বচ্ছতার সাথে এলাকার উন্নয়ন কাজে অংশীদার হতে চান। এজন্য উপজেলা সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি ভোটার, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগীতা চান তিনি।
এ সময় উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল জলিল, কৃষকলীগ নেতা রেজওয়ানুল ইসলাম রেজু, আমিনুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামালউদ্দীন সহ পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, সহ সভাপতি কাজী নুরুল ইসলাম, ফজলুল কবীর, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ন সম্পাদক বিষ্ণুপদ রায়, দলোয়ার হোসেন সরকার, কোষাধ্যক্ষ বুলবুল আহাম্মেদ, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, বিজয় টিভি’র জেলা প্রতিনিধি মামুনুর রশিদ মিন্টু, বাংলা ভিশন প্রতিনিধি আব্দুল আলিম, সাংবাদিক জাকির হোসেন, মাহাবুবু রহমান বুলু, বাদল হোসেন, আবু তারেক বাধন, ফাইদুল ইসলাম, লাতিফুর রহমান লিমন, সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৭ অক্টোবর ঠাকুরগাও জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

সবার সংবাদ ২৪ ডট কম