পীরগঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠন

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২
পীরগঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠন

এ বি এম কামালউদ্দীনকে সভাপতি এবং এনামুল হককে সাধারণ সম্পাদক করে স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) এর ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট এডহ্ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধায় পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সংগঠনের নেতারা এ তথ্য জানান। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি মোঃ মফিজুল হক (প্রধান শিক্ষক, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়), মোঃ আজহারুল ইসলাম(প্রধান শিক্ষক, বাঁশগাড়া উচ্চ বিদ্যালয়), যুগ্ন সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়( সহঃ প্রধান শিক্ষক, খনগাঁও বিশ^াসপুর উচ্চ বিদ্যালয়), আক্তারুজ্জামান (প্রধান শিক্ষক, দস্তমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব( প্রভাষক, হাজীপুর কলেজ), কোষাধ্যক্ষ লক্ষন কুমার ভক্ত( সহঃ অধ্যাপক, ডিএন ডিগ্রী কলেজ), দপ্তর সম্পাদক মোঃ আনসারুল ইসলাম (সহঃ শিক্ষক, পীরগঞ্জ কলেজিয়েট উচ্চ বিদ্যালয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর নবী চঞ্চল( সহঃ উপদইল সরকারি প্রাথমিক বিদ্যালয়) সদস্য সনাতন চন্দ্র রায়(প্রধান শিক্ষক, পিএস উচ্চ বিদ্যালয়) মোঃ কবিরুজ্জামান রিচার্ড (সহঃ অধ্যাপক, ডিএন ডিগ্রী কলেজ), মোঃ রাজিউর রহমান রাজু (সহঃ অধ্যাপক, ডিএনডিগ্রী কলেজ), মোঃ নুর ইসলাম(প্রধান শিক্ষক, উজ্জল কোঠা উচ্চ বিদ্যালয়), মোঃ ফজলুল হক( অধ্যক্ষ, পীরগঞ্জ টেকনিক্যাল কলেজ) মোছাঃ নুজাহান বেগম(সহঃ অধ্যাপক, ডিএন ডিগ্রী কলেজ), মোছাঃ কামরুন নেছা আইভি (প্রভাষক, পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ), সবুর আলম(সহঃ অধ্যাপক, রানীশংকৈল ডিগ্রী কলেজ), মোঃ নুর ইসলাম কিনু( সহঃ শিক্ষক, সিংগারোল উচ্চ বিদ্যালয়) মোঃ নাজমুল হক বিপুল( প্রভাষক, এইচ কে টেকঃ কলেজ), মো: ডাব্লু হারুন আল শাহী(প্রভাষক, পীরগঞ্জ আদর্শ টেকঃ কলেজ), মোঃ তফিকুল আজাদ বাদল( সহঃ শিক্ষক, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়), মোঃ দেলোযার হোসেন সরকার( সহঃ শিক্ষক, বিজিবি উচ্চ বিদ্যালয়), ভবতোয় চন্দ্র অধিকারী( সহঃ শিক্ষক, উজ্জল কোঠা উচ্চ বিদ্যালয়), মোছাঃ ¯িœগ্ধা শাহরিন রুবি( প্রভাষক, পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ), মোঃ তারেক হোসেন(প্রভাষক, ভেলাতৈড় আদর্শ কলেজ), রফিকুল ইসলাম ডাবলু( সিনিয়র প্রভাষক, পীরগঞ্জ আদর্শ টেকঃ কলেজ), মোঃ আব্দুন নুর( প্রভাষক, পীরগঞ্জ টেকঃ কলেজ), মোঃ নজমুল হক( ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,নারায়নপুর উচ্চ বিদ্যালয়), মোঃ আব্দুল হামিদ( প্রধান শিক্ষক, বেলশুয়া যদুরাম সরকারী প্রাঃ বিদ্যালয়) ও মোঃ জাহাঙ্গীর আলম( সহঃ শিক্ষক, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়)। পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

সবার সংবাদ ২৪ ডট কম