ঠাকুরগাঁওয়ের হরিপুরে শীতলপুর উচ্চ বিদ্ব্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তাদের হাসপাতালে র্ভতি করা হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফুর জানান, বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের দিনের সমাবেশের পর শ্রেণী কক্ষে নেওয়ার সময় হঠাৎ করেই অনেকে বমি করতে থাকে। কেউ মাথা ঘুড়ে পড়ে যায়। বিষয়টি সাথে সাথে উপজো নির্বাহী অফিসারকে জানানো হয় এবং ছাত্র-ছাত্রীদের চিকিৎসার জন্য হরিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ধারণা বিদ্যালয়ের নলকুপের পানিতে কেউ কোন কিছু মিশিয়েছে আর িঐ পানি পান করেই শিক্ষার্থীী অসুস্থ হয়েছে।
হরিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মুহাম্মদ মুনিরুলহক খান জানান, প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী হাসপাতালে র্ভতি হয়েছে। বাচ্চারা সকলেই সুস্থ আছে। তাদের চিকিৎসা চলছে। চিন্তার কোন কারণ নেই।
হরিপুর উপজেলা নির্বাহী অফিসার বহিৃ শিখা জানান, কি কারণে শিক্ষার্থীরা অসুস্থ্য হয়ে পড়েছে এর সঠিক কারণ এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে।