সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ। ভয়াবহ এ দুর্যোগ কবলিত এলাকার মানুষেরা খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ নানা সংকটে মানবেতর জীবনযাপন করছেন। বন্যায় সবকিছু হারিয়ে অনেকেই এখন নিঃস্ব। পানিবন্দি মানুষ বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন রাস্তায় কিংবা নিরাপদ কোনো আশ্রয়স্থলে। এসব বানভাসি মানুষদের পাশে এরই মধ্যে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বানভাসিদের পাশে দাঁড়াতে স্কুল কলেজ রাস্তা ঘাটে অর্থ সংগ্রহ করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঠাকুরগাওয়ের পীরগঞ্জ সরকারি কলেজ ও উপজেলা শাখা । বুধবার দুপুরে পীরগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে বানভাসি মানুষদের প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেবার জন্য সংগঠনটির নেতা-কর্মীরা ছাত্র,ছাত্রী,শিক্ষক,অভিবাবকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে দেখা যায়।
এ সময় সংগঠনটির উপজেলা শাখার সভাপতি শুভ শর্মা, সাধারণ সম্পাদক অপূর্ব শর্মা অপু,দপ্তর সম্পাদক শাহিন হোসেন,শিক্ষা ও গবেষনা সম্পাদক বাদশা,সরকারি কলেজ ছাত্র নেতা মেহেদী হাসান অন্তর, রোহিদ,আলভি,প্রবণ রায় সহ উপজেলা ও কলেজ শাখার নেতা-কর্মীদের সাথে বীর মুক্তিযোদ্ধার সন্তান আসাদুজ্জামান শাহ্ও অংশ নেয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শুভ শর্মা বলেন, ‘সারা দেশের সংগঠনের নেতা-কর্মীরা অর্থ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে সিলেট অঞ্চলের বন্যা কবলিত মানুষদের ত্রাণ সামগ্রি পাঠানোর জন্য । সারা দেশের সংগৃহীত অর্থ দিয়ে বন্যা কবলিত জায়গায় আমরা স্থানীয় সংগঠনের মাধ্যমে ত্রাণ পৌঁছে দিবো।