ঠাকুরগাঁওয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে সেমিনার

ঠাকুরগাঁওয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়। সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে রোভিং সেমিনারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মাশহুরা বেগম হুরা, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলী, আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান প্রমুখ।
সেমিনারে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন কৃষক অংশ নেন। শুরুতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং বিষয়ে ভিডিও প্রদর্শন করা হয়। আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে আধুনিক যুগোপযোগী তথ্য প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয় সেমিনারে।