ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও সোনালী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
অনলাইন সেবার মাধ্যমে শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি, পরীক্ষা ফিসহ বিভিন্ন চার্জ অনলাইনে আদায়ে সোনালী ব্যাংক লিমিটেড এবং ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মধ্যে চুক্তিপত্র সাক্ষর হয়েছে।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে এই চুক্তি সাক্ষর করেন সোনালী ব্যাংক ঠাকুরগাঁও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হাশমত আলী ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও সোনালী ব্যাংকের এজিএম নিরঞ্জন চন্দ্র রায়, একেএম মতিয়ার রহামান, ব্যাংক কর্মকর্তা শাহানা শারমিন ইভা, অনুপম কুমার রায় , আব্দুল হামিদ সহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সংশ্লিষ্ট শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী ব্যাংকে লেনদেনে কোন প্রকার চার্জ ছাড়াই অনলাইনে ব্যাংকিং সুবিধা পাবেন। এতে করে শিক্ষার্থীদের সময় অপচয় ও হয়রানি বন্ধ হবে। ধারাবাহিক ভাবে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই সুবিধা চালু করা হবে বলে জানান ব্যাংক কর্তৃপক্ষ।