সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ আসাদ

প্রকাশিত: মে ১৭, ২০২২

নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঠাকুরগাওয়ের পীরগঞ্জের কৃতি সন্তান আসাদুজ্জামান আসাদ । ৯ মে তিনি দায়িত্ব গ্রহন করেছেন। এর আগের দিন ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান অবসরে যান। সিনিয়র শিক্ষক হিসেবে সহকারী অধ্যাপক আসাদুজ্জামান তার স্থলাভিষক্ত হন। আসাদুজ্জামান শহিদ বুদ্ধিজীবী অধ্যাপক গোলাম মোস্তফার ছেলে। পীরগঞ্জ প্রেসক্লাব ও উদীচী শিল্পীগোষ্ঠী পীরগঞ্জ শাখার সহ সভাপতি তিনি। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। এর আগে তিনি ওই কলেজে ১৯৯৬ সালের ২৫ মে প্রভাষক হিসেবে যোগদান করেন। আসাদুজ্জামান অধ্যক্ষের দায়িত্ব পাওয়ায় পীরগঞ্জ আজাদ স্পোর্টিং ক্লাব ,পীরগঞ্জ প্রেসক্লাব, দোয়েল সংস্থা, উদীচী শিল্পীগোষ্ঠী, পীরগঞ্জ উপজেলার সুধীসমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।