সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি
পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জেড.এ বাবুল করোনায় আক্রান্ত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভি চ্যানেলের ঠাকুরগাঁও স্টাফ রির্পোটার এবং দৈনিক কালের কন্ঠ পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন বাবুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কয়েকদিন আগে হঠাৎ শরীর ব্যথা ও জ্বরে আক্রান্ত হন তিনি। করোনা পরীক্ষার জন্য গত রবিবার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। বৃহস্পতিবার দুপুরে তাঁর মোবাইলে হাসপাতাল কর্তৃপক্ষ মেসেজ পাঠিয়েছেন। এতে জানানো হয় তিনি করোনা ভাইরাস সংক্রমিত হয়েছেন। বর্তমানে তিনি সুস্থ্য রয়েছেন। পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।