ফ্রান্সের নঁটের গির্জায় আগুন

প্রকাশিত: জুলাই ১৮, ২০২০

ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় শহর নঁটের একটি গির্জায় অগ্নিকাণ্ড ঘটেছে। অবশ্য কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকলকর্মীরা।

স্থানীয় সময় শনিবার সকাল ৮টার একটু আগে সেইন্ট পিয়েরে অ্যান্ড সেইন্ট পল ক্যাথেড্রালে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের প্রায় ১০০ কর্মী। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, ক্যাথেড্রালের বাদ্যযন্ত্রগুলো ধ্বংস হয়ে গেছে। এর প্ল্যাটফর্ম ধ্বসে পড়েছে। তবে গত বছর প্যারিসের বিখ্যাত নটরড্যাম ক্যাথেড্রালে অগ্নিকাণ্ডে যে ক্ষয়ক্ষতি হয়েছে নঁটের ক্যাথেড্রালের ক্ষয়ক্ষতির পরিমাণ সে তুলনায় কম।

প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স জানিয়েছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন।

তিনি বলেছেন, ‘আমি জানতে চাই কী ঘটেছিল। তবে আমি নঁটের মানুষদের সঙ্গে সংহতি প্রকাশ করতে চাই।’

নঁটের এ ক্যাথেড্রালে অবশ্য এবারই প্রথম আগুন লাগেনি।। ১৯৭২ সালের এক অগ্নিকাণ্ডে ভবনটির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছিল।