পাকিস্তানে আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৮০

প্রকাশিত: মে ২৩, ২০২০

করাচির আবাসিক এলাকায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি উড়োজাহাজ বিধস্ত হয়ে ৮০ জনের মৃত্যু হয়েছে।

পিআইএর মুখপাত্র আবদুল সাত্তারের বরাত দিয়ে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, লাহোর থেকে ছেড়ে আসা ফ্লাইট পিকে ৮৩০৩ করাচির জিন্নাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার সময় কাছের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

এয়ারবাস এ-৩২০ উড়োজাহাজটিতে ৯১ জন যাত্রী এবং ৮ জন ক্রু ছিলেন। এ দুর্ঘটনায় অন্তত ৮০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তারা।

অন্তত দুইজন যাত্রী বেঁচে গেলেও আরও অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।

দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে কাজ শুরু করেছে বলে পাকিস্তান আইএসপিআরের তরফ থেকে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিও ও ছবিতে দেখা গেছে, ওই আবাসিক এলাকার ওপর দিয়ে কালো ধোঁয়া উড়ছে। ঘটনাস্থলে ছুটে যাচ্ছে অ্যাম্বুলেন্স। সেখানে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে।

উড়োজাহাজটি মডেল কলোনি নামে পরিচিত ওই আবাসিক এলাকার যে যায়গায় বিধ্বস্ত হয়েছে, সেখানে ধ্বংসস্তুপের ছবি এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে।

পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, উড়োজাহাজটি অবতরণের ঠিক আগে যান্ত্রিক ত্রুটির কারণে চাকা খুলতে পারছিল না।