পাসপোর্ট জালিয়াতির কারণে প্রায় ৭০ দিন আগে প্যারাগুয়েতে পুলিশের হাতে গ্রেপ্তার হোন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো ও তাঁর ভাই রবার্তো ডি অ্যাসিস মোরেইরা। অবশেষে দুই মাস ১০ দিন পর ব্রাজিল ফিরে যাওয়ার আশ্বাস পেলেন এই দুই অভিযুক্ত। রোনালদিনহোর আইনজীবি জানিয়েছেন এই তথ্য।
তিনি বলেন, ‘আমরা প্রোসেকিউশনকে রোনালদিনহো ও তাঁর ভাইকে তাদের দেশে ফিরে যেতে অনুমতি দেওয়ার ব্যাপারে আশা করি বুঝাতে পেরেছি। ঠিক এই মুহূর্তে আমরা তদন্ত শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে পারি কেবল। আশা করি দুই মাসেরও বেশকিছু সময় পর আমরা ইতিবাচক ফলাফল পেতে যাচ্ছি।’
এদিকে রোনালদিনহোকে এখনও কেন মুক্তি দিয়ে ব্রাজিলে ফিরতে দেওয়া হচ্ছে না এ নিয়ে প্যারাগুয়ের ফুটবল ইউনিয়নের সভাপতি রোগেলিও ডেলগাডো বলেন, ‘তাঁর বিরুদ্ধে এমন কোনো গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি যার জন্য তাকে অপরাধী বলা যায়। যদিও তাকে বিলাসবহুল জেলে রাখা হয়েছে তবে তাকে শিগগিরই ব্রাজিলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া উচিত।’
বর্তমানে প্যারাগুয়ের পালমারোগা হোটেলে গৃহবন্দি অবস্থায় আছেন রোনালদিনহো ও তাঁর ভাই। এর আগে জেল থেকে মুক্তি পেতে প্রায় দেড় মিলিয়ন ডলার খরচ করেছেন রোনালদিনহো। এখন কেবল মুক্তির অপেক্ষা। তবে তদন্তে অভিযোগ প্রমাণ হলে ৫ বছরের জেলও হতে পারে এই তারকা ফুটবলারের।