পীরগঞ্জে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ৯ পরিবার খোলা আকাশের নিচে!

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চাপাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ দিনমজুর পরিবার সর্বস্ব হারিয়েছে। গত ২ মার্চ রাতে লাগা আগুনে তাদের ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা, বই-খাতা সব পুড়ে যায়। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানান, আগুন লাগার সময় তারা ঘর থেকে কিছুই বের করতে পারেননি। এখন পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। সরকারি সহায়তা হিসেবে প্রতিটি পরিবার পেয়েছে ৩০ কেজি চাল ও একটি করে কম্বল। স্থানীয়ভাবে কয়েকজন শিক্ষার্থী, একটি দাতব্য সংস্থা ও এক বিএনপি নেতা কিছু সহায়তা করেছেন। তবে নতুন করে ঘর তৈরি করার মতো সামর্থ্য কারও নেই।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুড়ে যাওয়া ভিটায় কেউ পলিথিনের নিচে আশ্রয় নিয়েছে, কেউবা আগুনে ক্ষতিগ্রস্ত টিন জোড়া দিয়ে সামান্য ছাউনি তৈরি করার চেষ্টা করছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের কষ্ট বেশি। খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসার অভাবে তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম বলেন, “প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।”

তবে এসব পরিবার নতুন করে মাথা গোঁজার ঠাঁই পাবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সহায়তার হাত না বাড়ালে তাদের দুর্ভোগ আরও দীর্ঘ হতে পারে।