পীরগঞ্জে বিদেশি গরুসহ ৫টি গরু চুরি, ক্ষতি প্রায় ৭ লাখ টাকা

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিরহলী এলাকায় একটি খামার বাড়ি থেকে মধ্যরাতে পাঁচটি গরু চুরি হয়েছে। চুরির শিকার খামারের মালিক আবু ফারাক মো. ইরশাদুল বার ডলার, যিনি প্রয়াত ইকরামুল হক এমসিএ-এর ছেলে।

রবিবার দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে চুরির এ ঘটনা ঘটতে পারে জানান ভুক্তভোগী পরিবার। চোরেরা খামার থেকে দুটি বিদেশি জাতের গরুসহ আরও তিনটি বড় গরু নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৫ থেকে ৭ লাখ টাকা।

ইরশাদুল ডলারের স্ত্রী কাজী সোনিয়া ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান। তিনি সকলের কাছে অনুরোধ করেছেন, যদি কেউ গরুগুলোর কোনো খোঁজ পান বা সন্দেহজনক কিছু লক্ষ্য করেন, তাহলে যেন দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করেন।

স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস ধরে এলাকায় গরু চুরির ঘটনা বেড়েছে। এর আগে ভেলাতৈড় ভদ্রপাড়া ও বেগুনগাঁও গ্রামে পৃথকভাবে মোট ১১টি গরু চুরি হয়। তবে প্রশাসনের কার্যকর উদ্যোগের অভাবে চোরেরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)’র তাৎক্ষণিকভাবে মন্তব্য নেয়া সম্ভব হয়নি।