পীরগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ব্যাটারী ও এলপিজি গ্যাস চালিত বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রমিকরা। বুধবার দুপুরে পূর্ব চৌরাস্তায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচী চলাকালে বক্তব্য দেন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা এ্যাড. আবু সায়েমও প্রভাত সমির শাহাজাহান আলম, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উপজেলা সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক এনতাজুল ইসলাম, শ্রমিক নেতা আইয়ুব আলী, কৃষক নেতা মুর্তুজা আলম, শ্রমিক ইউনিয়নে কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সালেহ মোহাম্মদ সিহাব সহ অন্যান্য শ্রমিক নেতারা। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি দেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি একটি যুব সংগঠনের নামে কতিপয় ব্যক্তি পৌর শহর সহ উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী ব্যাটারী ও এলপিজি গ্যাস চালিত বিভিন্ন যানবাহন থেকে অবৈধ ভাবে চাঁদা আদায় করছে। চাঁদা না দিলে যান বাহন আটক রাখা সহ শ্রমিকদের নানা ভাবে নির্যাতন করা হচ্ছে। এতে অতিষ্ট হয়ে পড়েছেন সাধারণ শ্রমিকরা।