কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে

পীরগঞ্জে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য ছাত্র নেতাদের উপর ছাত্রলীগের চোরাগোপ্তা হামলা এবং পিসিপির সাবেক সভাপতি বিপুল চাকমা, বর্তমান কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরাসহ ৪ জনকে হত্যা ও ৩ জনকে অপহরণ করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শুক্রবার সকালে ছাত্র ইউনিয়নের পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পীরগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোখ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লব সভাকক্ষে সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, পীরগঞ্জ উপজেলা সভাপতি প্রভাত সমির শাহজাহান, সাধারণ সম্পাদক মুর্তজা আলম, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা রাগীব নাঈম, রংপুর বিভাগীয় সাবেক সভাপতি আবু সালেহ সিহাব, জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক জাহিদ হাসান, উপজেলা শাখার সাবেক সভাপতি লিটন সরকার, উপজেলা শাখার আহবায়ক অপূর্ব শর্মা আপু, যুগ্ন আহবায়ক হৃদয় ইসলাম প্রমূখ।