ঠাকুরগাঁওয়ে শিশু আব্দুল্লাহ হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩

ঠাকুরগাঁওয়ে ৫ বছরের শিশু আব্দুল্লাহ হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলারহাটে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময় শিশু আবদুল্লার মা কান্না করে বলেন, আমার ৫ বছরের ছোট নিষ্পাপ শিশু আব্দুল্লাহকে নির্মমভাবে কেন হত্যা করা হল। আমি মামলা করার পরও পুলিশ আসামীদের গ্রেপ্তার করছে না । আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে আকুল দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে নিখোঁজের ৩ দিন পরে গত ৫ ডিসেম্বর একটি পুকুর থেকে শিশু আব্দুল্লাহ এর লাশ পাওয়া যায়। এ ঘটনায় আব্দুল্লাহ এর দাদা মতিবুর রহমান, ছেলেটির বাবা মাসুদ রানা ও তার দাদিসহ ৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেন মা রুনা আক্তার।