
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে অবশেষে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এরা হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বর্তমান এমপি হাফিজউদ্দীন আহমেদ- মার্কা লাঙ্গল, ওয়ার্কাস পার্টির অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়-মার্কা হাতুড়ি, বিকল্প ধারা বাংলাদেশের এস এম খলিলুর রহমান-মার্কা কুলা এবং স্বতন্ত্র প্রার্থী আশা মনি-মার্কা ঈগল। ১৮ ডিসেম্বর অপরাহৃ থেকে তারা আনুষ্ঠানিক প্রচারনা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আগামী ৭ জানুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯৬৬ জন এবং মহিলা ১ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন।