ঠাকুরগাঁও- ৩ আসনে নৌকার মাঝি হতে চান ১০ জন

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে ঠাকুরগাঁও -৩ (পীরগঞ্জ ও রানীশংকৈল) আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ জন। গত শনিবার সকাল ১০ টা থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত রাজধানির বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

এরা হলেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেওয়ানুল হক বিপ্লব, রানীশংকৈল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক, বর্তমান রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহরিয়ার আজম মুন্না, রানীশংকৈল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মামুনুর রশীদ এলবাট, রানীশংকৈল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, রানীশংকৈল উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রবিউল ইসলাম রবি।

মনোনয়ন প্রত্যাশীরা জানান, অনেকেরই স্বপ্ন থাকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বড় পরিসরে কাজ করে জনগণের সেবা করার। তারাাও এমপি হয়ে এলাকার উন্নয়নে অবদান রাখতে চান। ঠাকুরগাঁও-৩ আসন পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত । বর্তমানে ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতি হাফিজ উদ্দিন আহম্মেদের দখলে রয়েছে এ আসনটি । তিনি এ আসনে চতুর্থ বারের মত সংসদ সদস্য।