
যার স্বাস্থ্য আছে তার আশা আছ এবং যার আশা আছে তার সবকিছুই আছে” এই প্রতিপাদ্যে দিনাজপুরের বোচাগঞ্জে জিএনবি’র বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গুডনেইবারস পীরগঞ্জ, বীরগঞ্জ ও বোচাগঞ্জ সিডিপি’র যৌথ আয়োজনে খানপুর জিএনবি আশা বালিকা বিদ্যালয়ের মাঠে এই ক্যাম্পেইন হয়।
গুড নেইবারস্ বাংলাদেশের হেড অব নর্দান এরিয়া পিটার তুহিন বৈরাগীর সভাপতিত্বে উদ্বোধনী ক্যাম্পেইনে বক্তব্য রাখেন দিনাজপুর ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মুহাম্মদ শরীফ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শ্যামলী শাহা, গুডনেইবারস্ বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের প্রধান রাজিয়া সুলতানা, আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রামিজা চৌধুরী, ইশানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উৎপল রায় বুলু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কালাম উদ্দিন লাভলু, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল মামুন, বোচাগঞ্জ সিডিপির ম্যানেজার খায়রুল বাসার, পীরগঞ্জ সিডিপির ম্যানেজার পলাশ রনি মন্ডল ও বীরগঞ্জ সিডিপির ম্যানেজার শ্রীজল টিগ্গা প্রমুখ।
মেলায় দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজের শিশু বিশেষজ্ঞ ডাঃ এস কে সাদেক আলী, চর্ম যৌন ও এলার্জী রোগ বিশেষজ্ঞ ডাঃ শাহ মোঃ ইসমাইল হোসেন, নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ শীতল চন্দ্র পাহান, কনসালটেন্ট গাইনী এন্ড অবস বিশেষজ্ঞ ডাঃ মোছা. নুরজাহান ছবি, দিনাজপুর জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ওয়াহেদুল হক উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রদান করেন। এসময় এলাকার গরিব ও হতদরিদ্র প্রায় ৫ শতাধীক রোগীকে ব্যবস্থাপত্র, ঔষধ, রোগ নির্ণয় সহ হাইজেনিক সামগ্রী অল্প মুল্যে প্রদান করা হয়।