পীরগঞ্জে ৬৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৬৫ বোতল ফেন্সিডিল সহ দুলাল হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার সকালে জাবরহাট ইউনিয়নের রনশিয়া গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। দুলাল জাবরহাট রনশিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রনশিয়া গ্রামের দুলাল হোসেনের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুলালের ঘর তল্লাশী করে খাটের নিচ থেকে নেশা জাতীয় দ্রব্য ৬৫ পিচ ফেন্সিডিল পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।